বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সকলকে ধৈর্য্য ধরার আহ্বান সাবেক এমপির 

চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি

সকলকে ধৈর্য্য ধরার আহ্বান সাবেক এমপির 

ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। মানুষের জানমালের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

মঙ্গলবার (৬ আগস্ট) চরফ্যাশন উপজেলা সদরে বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণের মুক্তি হয়েছে। 

নাজিম উদ্দিন আলম আরও বলেন, এই বিজয় ছাত্র জনতার বিজয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের ১৭ কোটি জনতা চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় রয়েছেন। 

এর আগে হেলিকপ্টারযোগে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচছা জানান তাকে। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমীর মালতিয়া, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদ ও যুবদল নেতা রিয়াদ শিকদার, ফজলে রাব্বি ছাত্রদল সভাপতি আলী মালতিয়া প্রমুখ।

টিএইচ